Tuesday, June 6, 2023

শিক্ষা

মানুষ ইতিহাস মানে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না আর আমি প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই না। প্রায় প্রতিদিনই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় - হোক তা দোকান বা হাসপাতাল বা ব্যাংক বা অন্য কিছু। আমি সব সময়ই যাতায়াতের সময় প্লাস সেখানে কতটুকু সময় লাগতে পারে তার একটা খসড়া হিসেব করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করি আর প্রায় প্রতিদিনই দেখি লাইনে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট করছি, পরবর্তী কাজে দেরি করছি। কলেজ ও ভার্সিটি লাইফে প্রেম করার আরেক নাম ছিল লাইন মারা। মনে হয় জীবনে এত কম প্রেম করেছি যে লাইনের কথা মনেই থাকে না। 

দুবনা, ০৬ জুন ২০২৩

No comments:

Post a Comment