Friday, June 2, 2023

সাক্ষীগোপাল

শারীরিক বা মানসিক ভাবে তুমি হাজারো অক্ষম হতে পার, কিন্তু ক্ষমতার ক্ষমতায় তুমি মহা সক্ষম। তাই এধরনের মানুষ, পেছন থেকে যারা কলকাঠি নাড়ে, সব সময়ই তাদের প্রিয় পাত্র। এতে করে নেপথ্যের কুশীলবরা কোণ রকম জবাবদিহিতার তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করতে পারে, করে। আজ যে দেশে দেশে অজনপ্রিয় ও দুর্বল নেতাদের জয়জয়কার সেটা আসলে তাদের দুর্বলতার কারণে। এরা সবাই আসলে সাক্ষীগোপাল। পেছনে অস্ত্রধারী শিকারী থাকলে এমনকি ভীতুরডিম শার্দূলও শুনেছি বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে।

দুবনা, ০২ জুন ২০২৩

No comments:

Post a Comment