Wednesday, May 31, 2023

তালাক

লোকজন আজ ধুমসে সিগারেট ছাড়ার গপ্পো করছে। কেউ ডিভোর্স দিয়েছে ২৫ বছর আগে, কেউ কবে যে তিন তালাক দিয়েছে সেটাই মনে করতে পারছে না। আমিও অনেকক্ষণ ভাবার চেষ্টা করলাম কবে সিগারেট ছাড়লাম। অনেক ভেবেও সিগারেট ছাড়ার কথা মনে করতে পারলাম না। মানে আমি আজ পর্যন্ত সিগারেট ছাড়িনি। 
বল কি?
ঠিক বলেছি। বিয়ে না করলে যেমন বৌ ছাড়া যায় না, সিগারেটকে না ধরলেও তেমনি সিগারেট ছাড়া যায় না। 

দুবনা, ৩১ মে ২০২৩

No comments:

Post a Comment