Monday, May 22, 2023

ইতিহাস

আজকাল দেশে দেশে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এটা অবশ্য নতুন কিছু নয় তবে বর্তমানে সেটা মহামারীর আকার ধারণ করেছে। এসব করা হয় মূলত রাজনৈতিক কারণে, নিজেদের অপকর্মকে জায়েজ করার জন্য। এই বিকৃত বা মিথ্যা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠে নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব। অপশিক্ষা তাদের বিচক্ষণ মানুষ বা রাজনৈতিক নেতা হতে দেয় না। এ কারণে তাদের নেতৃত্ব না হয় বলিষ্ঠ, না আনে বিশ্ব শান্তি। আজ আমরা বিশ্বে যে রাজনৈতিক অস্থিরতা দেখছি সেটা মনে হয় এই ইতিহাস বিকৃতির ফসল। আর সেটা যে দিন দিন অবনতির দিকে যাবে তা বোঝা যায় বর্তমান বিশ্ব নেতাদের দিকে তাকালে। জেলেনস্কি এটা বিচ্ছিন্ন ঘটনা নয় জেলেনস্কি পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতৃত্বের তপস্যার ফসল। 

দুবনা, ২২ মে ২০২৩



No comments:

Post a Comment