বেশ কিছুদিন আগে ডান হাতের কনুইয়ে ব্যথা নামে এক দুষ্ট জন্মগ্রহণ করে। ওর দেখভাল করার জন্য ডাক্তারের পরামর্শ চাইলে তিনি কিছু ওষুধ দেন। কিন্তু পাজিটা পালিয়ে চলে যায় পায়ের গোড়ালিতে। এর পরে ওকে কান ধরে ডাক্তারের সামনে হাজির করি। ব্যাটা একটু শান্ত হয়। তবে আজ দেখছি ও আবার পালিয়েছে, এবার পালিয়ে চলে গেছে হাটুর একটু নীচে। ও দেখছি পরিব্রাজক মার্কো পোলো, শুধু আমার শরীরের এক কোণ থেকে আরেক কোণে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমা বিশ্ব কি আমার ব্যথার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করল নাকি যে পাসপোর্ট ভিসা করে অন্য দেহে বেড়াতে যাচ্ছে না? ওকে আশ্রয় দিতে বা দত্তক নিতে আগ্রহী কেউ আছেন নাকি? তাহলে যোগাযোগ করবেন।
দুবনা, ২৫ মে ২০২৩
No comments:
Post a Comment