আজ পয়লা মে। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সোভিয়েত ইউনিয়নে অন্যতম প্রধান উৎসব। অক্টোবর বিপ্লব দিবসের মত এদিনও রেড স্কয়ার হত উৎসব মুখর। এখন অবশ্য ৯ মে বিজয় দিবস প্রধান উৎসবের স্থান দখল করেছে। সোভিয়েত আমলে এই দিনের মূল স্লোগান ছিল মির, মাই, ত্রুদ বা শান্তি, মে, শ্রম। এখন মূলত মানুষ বসন্ত ও শ্রমের উৎসব উপলক্ষ্যে অভিনন্দন জানায়। সময় ও পরিস্থিতির সাথে সাথে স্লোগান বদলায়।
সবাইকে মে দিবসের শুভেচ্ছা।
০১ মে ২০২৩
বিঃদ্রঃ আজ এক পোস্টার দেখলাম মে দিবসের
সবাই বারবিকিউ চল। তাই জায়গা দেখালাম ছবিতে
No comments:
Post a Comment