Monday, May 1, 2023

মে দিবস

আজ পয়লা মে। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সোভিয়েত ইউনিয়নে অন্যতম প্রধান উৎসব। অক্টোবর বিপ্লব দিবসের মত এদিনও রেড স্কয়ার হত উৎসব মুখর। এখন অবশ্য ৯ মে বিজয় দিবস প্রধান উৎসবের স্থান দখল করেছে। সোভিয়েত আমলে এই দিনের মূল স্লোগান ছিল মির, মাই, ত্রুদ বা শান্তি, মে, শ্রম। এখন মূলত মানুষ বসন্ত ও শ্রমের উৎসব উপলক্ষ্যে অভিনন্দন জানায়। সময় ও পরিস্থিতির সাথে সাথে স্লোগান বদলায়। 

সবাইকে মে দিবসের শুভেচ্ছা।

০১ মে ২০২৩

বিঃদ্রঃ আজ এক পোস্টার দেখলাম মে দিবসের
সবাই বারবিকিউ চল। তাই জায়গা দেখালাম ছবিতে 

No comments:

Post a Comment