হঠাৎ করেই মনে পড়ে গেল - যতদিন বাড়ি ছিলাম খেয়ে হাতমুখ ধুয়ে মায়ের আঁচলে হাতমুখ মুছতাম। পরনে কোন শাড়ি থাকত সেটা ভাবতাম না। মা নেই আজ প্রায় ৩০ বছর। হাত দিয়ে খাওয়া হয় না আরও বেশি সময় ধরে। জানি না মা বেঁচে থাকলে এখন শুধুই মায়ের আঁচলে হাতমুখ মোছার জন্য আবার হাত দিয়ে খেতাম কি না?
দুবনা, ১৪ মে ২০২৩
No comments:
Post a Comment