Monday, May 1, 2023

ব্যর্থতা

মানুষ বিভিন্নভাবে সফল হতে পারে। কেউ শিল্পে-সাহিত্যে, কেউ বিজ্ঞানে, কেউ যুদ্ধে, কেউ খেলাধুলায়, কেউ ব্যবসায় আবার কেউ বা রাজনীতিতে। একই ভাবে কেউ সাফল্য লাভ করতে পারে কৃষক বা শ্রমজীবী হিসেবে। সমস্যা হয় তখনই যখন কোন ক্ষেত্রে সফল কোন ব্যক্তি অন্য বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। নিজের ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে যাওয়া অন্যায় বা অস্বাভাবিক কিছু নয়, তবে সেজন্য নতুন বিষয়ে পড়াশুনা করে বা অন্য উপায়ে জ্ঞান অর্জন করতে হয়। বিশেষ করে রাজনীতিতে আমাদের দেশে শেখার ক্ষেত্রে অনীহা প্রকট। কাদের সিদ্দিকী তার জ্বলন্ত উদাহরণ।

দুবনা, ০১ মে ২০২৩

No comments:

Post a Comment