ফেসবুকে কে যেন দেশে মরণোত্তর পদক প্রচলনের দাবি তুলেছে।
আইডিয়াটা মন্দ নয়। প্রচুর লোকজন স্বর্গ লাভের মত মরার পরে কোন পদক পাবে এই আশা নিয়ে মরতে পারবে আর লোকজন মৃত ব্যক্তির জন্য বেহেশতের পাশাপাশি মরণোত্তর পদকের সুপারিশ করতে পারবে। সরকারও নিজেকে ছোটখাটো ঈশ্বর মনে করে ঢেকুড় তুলতে পারবে।
দুবনা, ৩০ মে ২০২৩
No comments:
Post a Comment