কার্ল মার্ক্সের বক্তব্য অনুযায়ী লাভের হারের উপর নির্ভর করে পুঁজি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। চরম অমানবিক তো বটেই এমনকি মালিকের মৃত্যু নিশ্চিত জেনেও লাভের লোভে দিশেহারা হয়ে সে বেপরোয়া গতিতে এগিয়ে যেতে পারে। একটু খেয়াল করলে দেখবেন মার্ক্স এখানে পুঁজিপতিদের কথা বলেছেন না, পুঁজির চালচলনের কথা বলছেন। এর মানে কি মালিক ভালো বা মন্দ যাই হোক পুঁজি তার নিজস্ব যুক্তিতে স্বাধীন ভাবে চলে? তাহলে পুঁজি কি পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা তার প্রটোটাইপ?
দুবনা, ০৫ মে ২০২৩
No comments:
Post a Comment