ফেসবুকে দেখলাম দেশে কারা যেন হাতিকে রেল লাইনের পাশে বেঁধে হত্যা করেছে। এটাই এখন আমাদের জাতীয় চরিত্র - অসহায় মানুষ বা প্রাণীদের হত্যা করে আনন্দিত ও গর্বিত বোধ করা। একটা জাতি কতটুকু হীনমন্যতায় ভুগলে এরকম ঘটনা ঘটতে পারে?সাথে সাথে মানসিক উন্নয়ন না ঘটলে, সুশিক্ষিত না হলে অর্থনৈতিক উন্নয়ন হয় টাকার গরম দেখানোর প্রতিশব্দ।
দুবনা, ১৯ মে ২০২৩
No comments:
Post a Comment