Wednesday, April 26, 2023

জন্মদিন

গত দু'দিন থেকে মনে হচ্ছিল এই সময়ে কি যেন একটা হয় কিন্তু কি সেটা কিছুতেই মনে করতে পারছিলাম না। ঘনিষ্ঠ মানুষদের মনে করলাম, কই কারও জন্মদিন তো নেই এই সময়ে। তাহলে? সকালে যখন একটা স্ট্যাটাসে তারিখ লিখলাম ২৬ এপ্রিল - সাথে সাথে সব রহস্যের সমাধান হল। মনে পড়ল এই দিনে ১৯৫২ সালে আলোর মুখ দেখেছিল ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একসময় মস্কোয় আমরা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে দিনটি পালন করতাম। এখন হয়ে ওঠে না। কিন্তু মনের গভীরে সে ঠিকই কথা কয়। ছাত্র ইউনিয়ন পরিবারের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

দুবনা, ২৬ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment