হিন্দু ধর্ম ক্লাসে পন্ডিত স্যার প্রশ্ন করিলেন
- বল তো শ্যাম কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হইয়াছিল?
শ্যাম বিন্দুমাত্র না ভাবিয়া উত্তর দিল
- একদিন বিষ্ণু স্যার লক্ষ্মী ম্যাডামের সাথে ঘুমাইতেছিলেন। ব্রহ্মা স্যার পাশেই....
- ঐ শ্যামা ভগবান বিষ্ণু আবার তোর স্যার হইলেন কবে? লক্ষ্মী ম্যাডাম আবার কি? ম্যাডামের যুগ আমাদের দেশে অনেক আগেই শেষ।
- কেন স্যার। সরকারি কর্মচারীরা যদি স্যার হইতে পারে তাহা হইলে দেবতারা কি দোষ করিল। ওঁরা তো স্যারদের স্যার। দেখেন নাই পাবলিকের নিকট হইতে ঘুষ লইয়া তাহারা প্রথমেই উপাসনালয়ে দৌড়ায় দেবতাদের ভাগ বুঝাইয়া দিবার জন্য। কয়েক দিন পরে লোকজন কৃষ্ণ স্যার, বুদ্ধ স্যার, যীশু স্যার এই সব বলিতে শুরু করিবে। আর ম্যাডামে সমস্যা থাকলে লক্ষ্মী স্যার বলব স্যার। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে থাকলে লক্ষ্মী স্যার থাকতে সমস্যা কোথায়?
দুবনা, ০১ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment