Monday, April 10, 2023

ভুল

বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এসব নিয়ে এক দল মানুষের এলার্জি দেখে মনে হতে পারে যে এরা অতীত ঐতিহ্য স্বীকার করতে চায় না। তবে সমস্যা মনে হয় অতীত ঐতিহ্যে নয়, তাহলে যা কিছু অতীত তাই তারা বাদ দিত। কই বখতিয়ার খিলজি বা ইসলাম পরবর্তী আরব বিশ্ব নিয়ে তো এদের সমস্যা নেই। এদের একটাই সমস্যা থাকে - ভুল দেশে জন্মগ্রহণ করা। তারচেয়েও বড় সমস্যা হল সেই স্বপ্নের দেশে তারা অনাহুত। তা না হলে অনেকেই হয়তোবা ইউরোপ আমেরিকার পরিবর্তে মরুভূমিতে উদ্যান বানাতো। আরবের পূণ্য ভূমির নাগরিকত্ব না পেয়ে এরা অনেকেই নিজেদের বেহেশত থেকে বিতাড়িত মনে করে আর সেই রাগ ওঠায় স্থানীয় সবকিছু অস্বীকার করে।

দুবনার পথে, ১০ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment