এক সময় দেখতাম মস্কোর অনেক বাংলাদেশী এখানে ঈদ পালন করে দেশে চলে যেত সেখানে আবার ঈদ করবে বলে। সময়ের ব্যবধানে সেটা সম্ভব ছিল। এখন দুই বাংলায় দুই দিন নববর্ষ হওয়ায় অনেক ট্র্যাভেল কোম্পানি কিন্তু স্পেশাল নববর্ষ ট্রিপের আয়োজন করতে পারে। ১৪ এপ্রিল বাংলাদেশে নববর্ষ পালন করে ১৫ এপ্রিল পশ্চিম বঙ্গে সেটা শেষ করা। পর পর দুই দিন পানের এমন সুযোগ পেলে রুশরা অফারটা লুফে নিত।
দুবনা, ১৫ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment