গত পরশু কল্যাণ দা ফোন করল অনেক দিন পর। এমনিতেই।
তোদের ওখানে এখন শীত কেমন?
কল্যাণ দার ধারণা আমাদের এখানে শীত ছাড়া আর কিছু নেই। তাই আমি ওকে বলি আমাদের চার ঋতুর দেশ - হালকা সবুজ শীত, ঘন সবুজ শীত, হলদে কমলা শীত আর শ্বেত শুভ্র শীত। যাহোক বললাম
আজ বেশ গরম।
কত ডিগ্রি?
১৫। এসময় সাধারণত ১০ ডিগ্রির উপরে থাকে না।
তাই? আমাদের এখানে ৪০-৪২।
গতকাল যখন সাউনায় ঢুকলাম, মনে হল সূর্যের পেটের ভেতর ঢুকে গেছি। তাকিয়ে দেখি ১১০ ডিগ্রি। সাধারণত ৯৫ থেকে ১০০ ডিগ্রির মধ্যে থাকে। নববর্ষ উপলক্ষ্যে স্পেশাল অফার কিনা কে জানে?
দুবনা, ১৪ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment