Sunday, April 2, 2023

গণতন্ত্র

গণতন্ত্র আজ অনেকটা ঈশ্বরের মত। ঈশ্বরের নামে যেমন, গণতন্ত্রের নামেও তেমনি আজকাল সব কিছু চালিয়ে দেয়া যায়। পার্থক্য শুধু এই যে ঈশ্বরের মত গণতন্ত্র এখনও সর্বশক্তিমান নয়, এখনও গণতন্ত্রের ইচ্ছায় সবকিছু হয় না। তবে যে গতিতে গণতন্ত্রের জয়রথ এগিয়ে চলছে তাতে সেদিন দূরে নেই যেদিন মানুষ বলবে গণতন্ত্র যা করে সবার মঙ্গলের জন্যই করে। এভাবেই অদূর ভবিষ্যতে গণতন্ত্র ঈশ্বরের মতই স্বর্গের অধিবাসী হবে আর মানুষ মৃত্যুর পর সেই গণতন্ত্রের সুবিচার পাওয়ার আশায় জীবিত অবস্থায় নিজেদের মধ্যে মারামারি হানাহানি চালিয়ে যাবে কার গণতন্ত্র সেরা সেটা প্রতিষ্ঠা করার জন্য।

মস্কো, ০৩ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment