Monday, April 3, 2023

ভয়

যে সমাজের মানুষ যত বেশি স্পর্শকাতর সে সমাজ তত বেশি সর্বগ্রাসী, টোটালিটারিয়ান। পাছে কোন বিপদে পড়ি এই আশংকা সেই সমাজের মানুষকে প্রায় প্রতিটি ব্যাপারে ভীত সন্ত্রস্ত করে তোলে, জন্ম নেয় ভয়ের সংস্কৃতি, মানুষ হারায় স্বাভাবিক বিচার বুদ্ধি, এমনকি এটা যে অচিরেই ধ্বংস ডেকে আনতে পারে তা জেনেও স্ব-সংরক্ষণের প্রবৃত্তি থেকে সে এই আত্মঘাতী ব্যবস্থাকেই সমর্থন করে যায়। এটা যেকোন সমাজ ব্যবস্থাতেই হতে পারে - তা সে রাজতন্ত্র হোক, সমাজতন্ত্র বা গণতন্ত্র। যখনই কোন ইস্যু বা বিষয়কে কোন রকম সমালোচনার ঊর্ধ্বে তোলা হয় তখনই জন্ম নেয় এ ধরণের ভয়ের পরিবেশ যেটাকে ক্ষমতাসীনরা ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে।

দুবনা, ০৪ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment