Sunday, April 9, 2023

মৌলিক সত্ত্বা

আর যাই বলেন মৌলবাদীরা কিন্তু পুরাপুরি হিন্দু বিদ্বেষী না, সব কিছু কেড়ে নিয়েও কিছু কিছু জিনিস নিঃশর্ত ভাবে হিন্দুদের দিয়ে দেয়। বিশ্বাস হয় না? বাঙালির সবচেয়ে আপন, সবচেয়ে ঐতিহ্যময় যা সেই ভাষা ও সংস্কৃতিকে ওরা বিনাশর্তে হিন্দুদের নামে উইল করে দিতে চায়।

হাইকোর্টের এক আইনজীবী মঙ্গল যাত্রা বন্ধ করার জন্য লীগ্যাল নোটিশ দিয়েছে। অবাক হইনি। কারণ মোহাম্মদ আলী জিন্নাহ একজন আইনজীবী ছিলেন। এতো তারই উত্তরসূরী।

মস্কো, ১০ এপ্রিল ২০২৩


No comments:

Post a Comment