সেদিন এক বন্ধু জিজ্ঞেস করল
- বাংলাদেশে নদী শুকিয়ে যাচ্ছে কেন বলতে পারেন?
- এ নিয়ে পরিবেশবিদরা ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারবে। আমি ও দিকে যাব না। একটা অপ্রত্যাশিত উত্তর দেব। তবে দেশের সামাজিক ও মানসিক স্বাস্থ্য আমার অনুমানকে সমর্থন করলে করতেও পারে।
- তাই? তা কি সেই উত্তর? বলবেন কি?
- আমার মনে হয় নদী দিয়ে বয়ে যাওয়া তরল পদার্থ কিছুতেই ঠিক করতে পারছে না সে আসলে কে - জল না পানি? মানে আত্মপরিচয়ের বিশাল সংকটে ভুগছে নদীর প্রাণ ভোমরা। হিন্দু মুসলমান বিতর্কে বাঙালি যেমন জাতিস্বত্তা হারাচ্ছে, জল আর পানির সংকটে নদীও তেমনি জীবন সংকটে ভুগছে।
দুবনা, ২০ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment