Monday, April 3, 2023

সীমান্ত রেখা

রাজনীতিবিদ দেশ ভাগ করে মাটির উপর রেখা টেনে। বাস্তবে এই রেখা চলে যায় লাখ লাখ সাধারণ মানুষের বুক ভেদ করে, তাদের ভবিষ্যৎ রক্তাক্ত করে দিয়ে। তাই ১৯৪৭ সালের দেশভাগের মাশুল আজও দিয়ে যাচ্ছে উপমহাদেশের লাখ লাখ মানুষ। আজ ইউক্রেনের যে ভ্রাতৃঘাতী যুদ্ধ সেটাও এই মানুষের বুকের ভেতর দিয়ে সীমানা টানার ফল।

মস্কো, ০৩ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment