আমাদের প্রত্যেকের সমস্যা একান্তই নিজের আর তার সমাধানের ভাবনাও নিজের। এমনকি যখন অনেকের একটাই সমস্যা থাকে সবাই তার সমাধান নিজের নিজের মত করে দেখে। আর যিনি বা যারা সমাধানের দায়িত্বে থাকেন তারা সমাধান দেখেন নিজেদের মত করে। তবে তারা দেখেন অন্যদের কথাটা মাথায় রেখেই। তাই সমাধান যাই হোক সেটা সবাইকে খুশি করবে না, থাকবে সমালোচনা। সেটা স্বাভাবিক। অস্বাভাবিক হল যখন অনেক আপাতদৃষ্টিতে যুক্তিবাদী মানুষ সমস্যার বহুমাত্রিক দিক না দেখে শুধু নিজের অবস্থান থেকেই বিচার করে আর এর ভিত্তিতে একচোখা ভাবে সমাধান প্রত্যাখ্যান করে।
দুবনা, ০৭ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment