এক বন্ধু নববর্ষ উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা জানালো আর জীবনে উন্নতি কামনা করল। আমিও শুভেচ্ছার ঝুলি থেকে এক তোড়া উপহার পাঠিয়ে বললাম তোর মনোবাসনা পূর্ণ হোক। এখন ভাবছি ওর বাসনা পূর্ণ হোক বলে আমি কি পক্ষান্তরে নিজের জন্য উইশ করলাম কিনা।
দুবনা, ১৪ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment