মৃত্যু কোন সমস্যার সমাধান করে কিনা সেটা বলতে পারব না, তবে মৃত্যু আমাদের সমস্যামুক্ত করে, বিশেষ করে যারা মারা যায় তাদের। সেদিক থেকে দেখলে চাকরি বা খেলা থেকে অবসর নেবার মত জীবন থেকে অবসর নেবার অপশন থাকা উচিৎ। কারণ সময় মত মরাটাও একটা আর্ট। অনেক প্রথিতযশা মানুষের বড় ভুল যে তারা এই ভোগবাদি সময় পর্যন্ত বেঁচে আছেন। সময় মত মরে গেলে এরা অনেক বেশি সম্মানের সাথে চিরস্মরণীয় হয়ে থাকতেন।
দুবনা, ২১ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment