Saturday, April 1, 2023

অসীম সীমা

সব কিছুরই শেষ আছে। উচ্চতারও। এক সময় এভারেস্ট শৃঙ্গও শেষ হয়ে যায়। উপরে ওঠার আর সুযোগ থাকে না। জীবন গতিময় বা গতিই জীবন। এই গতি বা জীবনকে ধরে রাখার জন্য নীচে নামতে হয়। যারা নামতে চায় না বা নামতে জানে না প্রকৃতির নিয়মেই তারা বাধ্য পড়ে যেতে। সেটা যেমন ব্যক্তি মানুষের জন্য সত্য তেমনি সত্য সমাজ বা রাষ্ট্রের ক্ষেত্রেও। তাহলে কি মানুষ উন্নয়নের দিকে ধাবিত হবে না? অবশ্যই হবে। তবে তাকে হতে হবে বিনয়ী। এই বিনয় আসে জ্ঞান থেকে। জ্ঞান বিনয়ী বলেই তার উচ্চতার কোন সীমানা নেই।

দুবনা, ০১ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment