Monday, April 10, 2023

সমস্যা

সমস্যার শুরু হয় তখনই যখন কেউ নিজের মতকে, নিজের বিশ্বাসকে একমাত্র সত্য বলে মনে করে আর সেটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। তার পথ তার জন্য সাফল্যের চাবিকাঠি হলেও সেটা যে অন্যের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য হবে তার কোন মানে নেই। প্রতিটি মানুষেরই নিজ নিজ ভালোমন্দের ধারণা একান্তই নিজের, বিশেষ করে সে যদি হয় স্বশিক্ষিত ও সুশিক্ষিত। এই সহজ সত্যটা না বোঝার কারণেই জন্ম নেয় ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। অথবা একদল লোক এসব বুঝেও না বোঝার ভান করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলে ঘোলা জলে মাছ ধরতে।

দুবনা, ১১ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment