Sunday, April 16, 2023

গরম গরম ছড়া

গরম গরম গরম দেশে
গরমে নেই ভেজাল
ভেজাল দেশে গরম আসল
এ এক মস্ত ভেজাল

আমি ভাবি এই গরমের
মন মোটে নয় নরম
উদোম হয়ে ঘুরে বেড়ায়
নেই কো লজ্জা শরম 

গরম গরম গরম ও ভাই
এক্কেবারে খাঁটি
উষ্ণ আলিঙ্গনে মোদের
জীবন করলি মাটি

উঠতে গরম বসতে গরম
গরম বিছানায়
চারিদিকে গরমের জাল
পালাবি কোথায়? 

এই গরমের হাত থেকে আজ
নাই কারও নিস্তার
ডাইনে বাঁয়ে উপরে নীচে
সবখানে তার বিস্তার

গরম গরম গরম ও বস্
মনটা কর নরম
শান্ত হয়ে একটু বস
মাথা কর না গরম

গরম গরম গরম বন্ধু
দিলাম তোমায় কথা
এখন থেকে তুমি মোদের
একমাত্র নেতা 

দুবনা, ১৭ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment