ধর্মের দোহাই দিয়ে ওরা এতদিন হিন্দুদের দেশছাড়া করেছে। ধর্মের দোহাই দিয়ে ওরা এখন বাঙালি সংস্কৃতিকে ভিটেমাটি ছাড়া করতে চাইছে। এখনই রুখে না দাঁড়ালে সেই দিন বেশি দূরে নেই যেদিন বাংলা ভাষাকে ওরা বাস্তুহারা করবে। তখন বাহান্ন, একাত্তর, এত রক্ত, এত ত্যাগ - সবই বৃথা মনে হবে। ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে আপনি প্রস্তুত? নিজেকে প্রশ্ন করুন, উত্তর খুঁজুন। এর উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ, একটা জাতির, একটা দেশের ভবিষ্যৎ। টাকা অনেক উপার্জন করতে পারবেন, কিন্তু এসব জিনিস হারালে টাকা দিয়েও ফিরে পাবেন না যেমন ফিরে পাবেন না ফেলে আসা দিনগুলো। অন্যের জন্য নয়, শুধু নিজের জন্য লড়াই করুন, দেখবেন লড়াইটা একদিন কিভাবে সবার লড়াই হয়।
দুবনা, ১৯ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment