গণতন্ত্র মানে শুধু ভোটাধিকার নয়, গণতন্ত্রের মূল কথা বিকল্প - তা সে নির্বাচনে একাধিক প্রার্থীই হোক, দোকানে বিভিন্ন ধরণের পণ্যই হোক, সংবাদের বিভিন্ন উৎসই হোক আর দৃষ্টিভঙ্গির ভিন্নতাই হোক। তাই কোন দেশ যখন কোন সংবাদ মাধ্যম ব্যান করে তা সে দেশী বা বিদেশী যে সংবাদ মাধ্যমই হোক, সে দেশ তার জনগণের একটা অংশকে সংবাদ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে। তখন আর সে দেশ নিজেকে গণতান্ত্রিক দাবী করতে পারে না তা সে রাশিয়াই হোক, আমেরিকা, ইউরোপ, চীন, ভারত বা বাংলাদেশই হোক।
দুবনা, ০৮ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment