Thursday, April 13, 2023

স্মৃতি

মহাবিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। দেশের সীমানা। দেশের নাম। দেশের চরিত্র। আসলে দেশ তো ভূখণ্ড নয়, দেশ হল সেই ভূখণ্ডে বসবাসকারী মানুষ। নিজেদের স্বার্থে তারা রাজা বদলায়, বদলায় নিয়ম কানুন। আসলে এসব কিছুই অবজেক্টিভ রিয়ালিটি নয়, মানুষের তৈরি আর এ কারণেই দেশ হারিয়ে গেলেও সেটা থেকে যায় আমাদের স্মৃতিতে। সোভিয়েত ইউনিয়ন হারিয়ে গেছে মাত্র ৩০ বছর আগে। অখন্ড ভারত হারিয়ে গেছে ৭৬ বছর আগে কিন্তু এখনও অনেক মানুষের স্মৃতিতে তা রয়ে গেছে। তেমনি ইতিহাসের পাতায় রয়ে গেছে মিশর আর রোম সাম্রাজ্যের স্মৃতি। আসলে মানুষ হোক আর দেশ হোক যারা সৃষ্টির বার্তা নিয়ে আসে তাদের স্মৃতি মানুষ স্মরণ করে ভালোবাসার সাথে আর যারা পেছনে রেখে যায় ধ্বংসস্তূপ তাদের মনে করে ভয় আর ঘৃণার সাথে। 

দুবনা, ১৩ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment