আমাদের ছাত্রজীবনে প্যালেস্টাইনের ছেলেমেয়েদের অনেকেই ইয়াসির আরাফাতের সেই বিখ্যাত স্কার্ফ ব্যবহার করত। তখন তার মধ্যে অন্য ধরণের এক আবেগ ছিল, ছিল বিপ্লবী ভাব। এখন দেশে অনেকেই সে ধরণের স্কার্ফ ব্যবহার করে ফেসবুকে ছবি দেয়, কিন্তু এটা দেখে আগের সেই আবেগ আর অনুভব করি না। কে জানে এটা বয়সের দোষ নাকি সময়ের নাকি স্থানের? কথায় বলে এক দেশের গালি আরেক দেশের বুলি। এক সময়ের বিপ্লবী পোষাক অন্য সময়ের মৌলবাদ। নাকি এ সবই অনুধাবনের রকমফের।
মস্কোর পথে, ২৩ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment