Wednesday, June 14, 2023

ট্রেন্ড

খবরের কাগজে চোখ রাখলে প্রায়ই দেখা যায় ধর্মগুরুদের বিভিন্ন অপকর্মের কাহিনী। ব্যাপারটা এই নয় যে অন্যেরা অপরাধ বা অপকর্ম করে না। তবে ধর্মগুরুরা যেহেতু নিজেদের সৎ বলে দাবি করে তাই এই প্রশ্ন জাগে। আর এসব অন্যায় করা হয় ঈশ্বরের নামে। তবে আজকাল যেভাবে বিভিন্ন ধরণের দুর্নীতি ও অপরাধ করতে গণতন্ত্র, মানবতা এসবের নাম নেয়া হয় তাতে অচিরেই এসব ইজম ধর্মকে ছাড়িয়ে যাবে আর রাজনৈতিক নেতারা ধর্মগুরুদের টেক্কা দেবে। 

দুবনা, ১৪ জুন ২০২৩

No comments:

Post a Comment