এবছর প্রথম বারের মত ভোলগায় নিজের শরীরটা ঝাঁপিয়ে আনলাম। উপরে একজন জিজ্ঞেস করল
জল কেমন?
ভেজা ও তরল।
তাপমাত্রা?
১৫-১৬। ঠান্ডা তবে ফ্রেশ।
ওরা বসে রইল রোদ পোহাতে। আমি তো ছোটবেলায় রোদ পোহানোর কাজ শেষ করেছি। তাই রোদে গা শুকিয়ে বাসার দিকে রওনা হলাম।
মেয়েরা আসে গাউন পরে। সেটা খুলে সাঁতার কাটে বা রোদ পোহায়। আবার সুইমিং কস্টিউমের উপর ওটা চাপিয়ে বাসায় ফেরে। মনে হল লুঙ্গি একটা অপশন হতে পারে আমার জন্য।
দুবনা, ১৫ জুন ২০২৩
No comments:
Post a Comment