Wednesday, November 6, 2019

নিয়ম

প্রায় দুই বছর পর গত সোমবার সুইমিং পুলে গেলাম সাঁতার কাটতে। শিক্ষকতা শুরু করার পর সময় করে উঠতে পারি না, তাই এই দীর্ঘ বিরতি। সাঁতার কাঁটা বা যে কোন গ্যাদারিংএ যাওয়া আসলে যতটা না সেটা করা তার চেয়ে বেশি বন্ধুদের সাথে দেখা করা, গল্প করা। তাই সোমবারের বদলে অন্য যে কোন দিনও যেতে পারতাম, হয়ে ওঠেনি। এই সোমবার ছুটি ছিল, তাই যাওয়া। অনেক দিন পরে অনেক পরিচিত মুখ দেখে খুব ভালো লাগল। সবার একই প্রশ্ন এতদিন আসিনি কেন।
- কি দেশের কথা একেবারে ভুলে গেছ মনে হয়?
আসলে আমাদের আড্ডা জমে সাওনায় স্টিম বাথ করতে গিয়ে। ওখানে ১০০ থেকে ১১০ ডিগ্রী তাপমাত্রা, তাই ওখানে ঢুকেই আমি সাধারণত বলি ঠিক দেশের মত উষ্ণ। আর সে কারণেই এই প্রশ্ন। সাওনায় বসে রাজনীতি, জীবন, দেশ বিদেশ কত গল্পই না হয়, বলা হয় নানা রকমের আনেকডোট। আর সব গল্পই হয় অত্যন্ত রিল্যাক্স মুডে। কোন রকম সেন্সর ছাড়া। তাই শহরের অনেক কথাই জানা যায়।
সাঁতার কাটতে কাটতে মনে পড়ল কয়েক বছর আগের এক ঘটনার কথা। জলে মাথা ডুবিয়ে সাঁতার কাটছি, হঠাৎ প্রচণ্ড ধাক্কায় থেমে গেলাম। সামনে বেশ বয়স্ক এক ভদ্রলোক। আমাদের হেড টু হেড কলিশন হয়েছে।
- কি, তুমি কী রাস্তায় চলাচলের নিয়ম কানুন জান না? এখানেও ডান দিকে ধরেই সাঁতার কাটতে হয়।
- জানব না কেন, জানি। দেখছই তো আমি ভিনদেশী। আমাদের দেশে বাঁ দিক ধরে সবাই চলে, সাঁতারও কাটে।
সাথে সাথে চারপাশের লোকজন হো হো করে হেসে উঠল। ভদ্রলোক সুবিধা করতে না পেরে সাঁতার কাটতে শুরু করলেন।

দুবনা, ০৬ নভেম্বর ২০১৯ 
 
 
 

No comments:

Post a Comment