Friday, November 15, 2019
বিষয়বস্তু
সোভিয়েত আমলে এদেশের দুটো প্রধান সংবাদপত্র প্রাভদা (সত্য) ও ইজভেস্তিয়া (খবর) সম্পর্কে একটা জোক চালু ছিল - "সত্যে খবর নেই, খবরে সত্য নেই।" এখন সে অবস্থা দেখি সর্বত্র। বিষয়ে বস্তু নেই, বস্তুতে বিষয় নেই। সব যাকে বলে ভার্চুয়াল রিয়্যালিটি। কোন কিছুর কোন বিষয়বস্তু নেই। অর্থহীন বিষয়বস্তু, বিষয়বস্তুহীন অর্থ! অথবা সর্বত্রই শুধু বিষয় আর বিষয়। এত বিষয়ের ছড়াছড়ি যে মানুষ কোনটা রেখে কোনটা নেবে সেটা ঠিক করতে করতেই জীবন কেটে যায়। বিষয়কে বস্তু থেকে আর বস্তুকে বিষয় থেকে আলাদা করলে যা হয়। আসুন ওদের ভাঙ্গা সংসার আবার গড়ে তুলতে সাহায্য করি, আলাদা আলাদা বিষয় আর বস্তু না খুঁজে বিষয়বস্তু খুঁজি।
দুবনা, ১৫ নভেম্বর ২০১৯
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment