পরিবারে অর্থনৈতিক উন্নয়নের কিছু কিছু বাই প্রোডাক্টের একটা হল দু একটা বেয়াড়া সন্তান। দেশের লাগামহীন উন্নতির সাথে সাথে পেঁয়াজের ব্যাপারী, লবনের দোকানদার বা গাড়ি ঘোড়ার মালিকেরা একটু আধটু বেয়াড়া হলে অন্যায়ের কিছু নেই। দেশ তো শুধু দেশ নয়, মা জননীও বটে। সাধে তো আর দেশকে জননী জন্মভূমি বলা হয়না। তবে এটাও ঠিক, সময় মত বেয়াড়া সন্তানদের কন্ট্রোলে আনতে না পারলে শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হতে পারে!
দুবনা, ২৪ নভেম্বর ২০১৯
Focus Workshop photo
No comments:
Post a Comment