Friday, November 22, 2019

পপুলার উইসডম

রাশিয়ানে একটা কথা আছে যাকে বলা চলে "পপুলার উইসডম"। আমাদের দেশগুলোর সরকারেরা প্রায়ই নিজেদের তৈরি আইন নিজেরাই অমান্য করে। সেটা এড়াতে তারা অবশ্য এই পপুলার উইসডম ব্যবহার করতে পারে। সমস্ত আইন বাতিল করে এইসব পপুলার উইসডম একেবারে সংবিধানে লিখে ফেলতে পারে। তাতে জনগণের প্রতিও শ্রদ্ধা জানানো হবে আর বার বার সরকারকে আইন অমান্য করার অভিযোগে দায়ী হতে হবে না। এখন বলি কি কি পপুলার উইসডম সরকার প্রথম মন্ত্র হিসেবে নিতে পারে "শক্তের ভক্ত নরমের যম" "জোর যার মুল্লুক তার" আমাদের সব দেশে এ ধরণের জ্ঞানগর্ভ প্রবাদের অভাব নেই। চাইলে একটা কেন, কয়েকটা আইনী বই তৈরি করা যাবে। আমরা তো সরকারকে প্রায়ই সরকার বাহাদুর বলে ডাকি। যাই বলেন, বাহাদুর শাহ কিন্তু তাঁর শক্তিমত্তার জন্য কখনই পরিচিত ছিলেন না। সরকারকে বাহাদুর ডাকবেন, আবার তার কাছে বীরত্ব আশা করবেন সেটা তো হয় না! দুবনা, ২২ নভেম্বর ২০১৯

No comments:

Post a Comment