Friday, November 1, 2019

বাংলার গরু ছাগল

- বঙ্গ দেশে শুনলাম গরু ছাগলের সংখ্যা মিলছে না।
ভারিক্কি গলায় সম্রাট আকবর মোল্লাজী দোপেয়াজাকে প্রশ্ন করলেন। মোল্লাজী যেন প্রশ্নটার অপেক্ষাতেই ছিলেন। আরও ভারিক্কি গলায় উত্তর দিলেন
- হে মহান সম্রাট, সুবে বাংলায় যদি গরু ছাগলের সংখ্যা বেশি হয়, তাহলে বুঝতে হবে আপনার কিছু প্রজা কর ফাঁকি দেওয়ার জন্য গরু ছাগলের রূপ ধরেছে, আর যদি গরু ছাগলের সংখ্যা কম হয়, তবে বুঝতে হবে কিছু গরু ছাগল ক্যাসিনো খেলার জন্য মনুষ্য রূপ ধারণ করেছে। কিছুদিন অপেক্ষা করুন। দেখবেন সংখ্যাটা আপনা আপনিই নিজের জায়গায় ফিরে এসেছে। আজকাল কেউ আগের মত অতিথি পরায়ণ নয়, বেশি দিন কাউকে আটকে রাখে না। অবশ্য আরবদেশের শেখেদের কথা আলাদা, বিশেষ করে মহিলা আগন্তুকদের তারা সহজে যেতে দিতে চায় না। তবে জাহাপনা সেটা আমাদের এখতিয়ারের বাইরে।

দুবনা, ০১ নভেম্বর ২০১৯ 
 
 

No comments:

Post a Comment