Tuesday, November 12, 2019

সাবধান!

ধারণা ছিল সামাজিক মাধ্যমের যুগে এর একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আমি এখন বেশ "আপ টু ডেট" মানুষ। সে ভুলটা আজ ভাঙল। মনে পড়ে সোভিয়েত আমলের কথা। ঘরে টিভি প্রায় সবসময় বাজত, রুশ বন্ধুরা আড্ডা দিতে আসত। তারপরেও চেরনোবিলের ঘটনা আমি জানতে পারি বেশ কয়েকদিন পরে। একই ঘটনা ঘটে লেনিনাকানের ভুমিকম্পের সময়। মানে এই নয় যে কেউ কোথাও এ নিয়ে কথা বলেনি। আমি সবকিছুর মধ্যে থেকেও কিছুই শুনতে পাইনি, নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। গত রাতে বলিভিয়া নিয়ে কি একটা পোস্ট দেখেছিলাম, গুরুত্ব দেইনি। আজ সকালে আবার আরেকটা পোস্ট দেখলাম। একটু খবর নিয়ে দেখলাম ইভো মোরালেস প্রায় কাপুত (মানে তাঁর দিন শেষ)। তাঁকে যে থাকতে দেওয়া হবে না সেটা কমবেশি জানাই ছিল। একটু খারাপ লাগছে। আরও খারাপ লাগছে নিজের দুরাবস্থার কথা ভেবে। এখনো সেই "আউট ডেটেড"ই রয়ে গেলাম। আবার বুঝলাম বিগ ব্রাদার ঝিমুতে পারে, ঘুমায় না। সর্বদা সজাগ। একটু রিল্যাক্স করেছ কি ঘাড় মটকিয়েছে। সাধু সাবধান! দুবনা, ১৩ নভেম্বর ২০১৯

No comments:

Post a Comment