মায়ের উদ্যোগে আমাদের বাড়িতে বরাবরই গান বাজনার রেওয়াজ ছিল। দিদি, রতন গান শিখত, আমিও "ওগো নদী আপন বেগে" দিয়ে গানের হাতে খড়ি নিই আকালী মাস্টারমশাইএর কাছে থেকে। "বউ কথা কও" ছাড়া আরও দুয়েকটা গান জানতাম, তবে গলা সাধার নোটগুলো এখন বেশ মনে আছে। এ ছাড়া বিভিন্ন সময় আসতেন অবিনাশ চক্রবর্তী, কালিপদ ভৌমিক। রমেশ দা তবলা শিখাতেন রঞ্জিত দা আর কল্যাণ দাকে। আমিও শেষ মেশ তবলা পেটাতে শুরু করি। তবে সিরিয়াসলি কিছু শেখা হয় সুশীল বালো দার কাছে, মস্কো আসার আগে দিয়ে। রতন বুলবুল ললিতকলা অ্যাকাডেমি থেকে রবীন্দ্র সঙ্গীতের উপর শিক্ষা নেয়। দেশে থাকা কালীন প্রতিদিন সকালে বিকালে ও গাইত, আমি তবলা বাজাতাম। গত ৩০ অক্টোবর ও গাইল মানিকগঞ্জের রাগরস টেলিভিশনে। বাংলাদেশ বেতারে অনেক দিনই গাইছে, তবে যত দূর জানি টিভি তে এই প্রথম। শেয়ার করছি, যদি সময় সুযোগ হয় বন্ধুদের, শুনবেন।
দুবনা, ০১ নভেম্বর ২০১৯
ছবিটা সজা করা গেল না, কষ্ট করে ঘাড় বেঁকিয়ে দেখবেন, সেই সাথে ব্যায়ামটাও হয়ে যাবে
https://www.facebook.com/saifur.selim/videos/2776423519049159/
ছবিটা সজা করা গেল না, কষ্ট করে ঘাড় বেঁকিয়ে দেখবেন, সেই সাথে ব্যায়ামটাও হয়ে যাবে
https://www.facebook.com/saifur.selim/videos/2776423519049159/
No comments:
Post a Comment