আজকাল জাতি ধর্ম বর্ণ ও রাজনৈতিক আদর্শ নির্বিশেষে সবাই দোয়া, আশির্বাদ ইত্যাদি দাবি করে। প্রথমত এসবে আমার বিশ্বাস নাই। দ্বিতীয়ত আমার থলিতে শ্রোডিংগারের বিড়াল ছাড়া অন্য কিছুই নাই। অনেক ভেবে তাই একটা ফর্মুলা আবিষ্কার করলাম। এরপর থেকে কেউ দোয়া আশির্বাদ এসব চাইলে বলব মার্ক্স-এঙ্গেলস-লেনিন আপনার মঙ্গল করুন।
মস্কো, ৩১ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment