গতকাল বাইডেন পোল্যান্ডে রাশিয়ার জনগণের উদ্দেশে ভাষণে বলেন তাদের যুদ্ধ রুশ জনগণের বিরুদ্ধে নয়, পুতিনের বিরুদ্ধে। তারা কখনও রাশিয়া আক্রমণ করতে চাননি। পুতিন ইউক্রেন আক্রমণ করে যুদ্ধ শুরু করেছেন। তারা চায় রুশ জনগণকে মুক্ত করতে। এরপর তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন স্যাঙ্কশন আরোপের কথা বলেন। ভালো কথা। যদি রাশিয়া আক্রমণ করার ইচ্ছে নাই থাকে তবে এদেশের চারিদিকে সামরিক ঘাঁটি কেন? স্যাঙ্কশন থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। তাহলে নতুন স্যাঙ্কশন কেন? মানুষ যে এভাবে নির্দ্বিধায় মিথ্যা বলে যেতে পারে এদের না দেখলে সেটা জানাই হত না।
মস্কোর পথে, ২২ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment