Tuesday, February 28, 2023

পাওয়া

খবরে প্রকাশ পরীক্ষা না দিয়েও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে একজন। এতে কি অবাক হবার কিছু আছে? আজ রাজনীতি থেকে শুরু করে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে (কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বাদে) সবাই শুধু নিতে আর পেতে আসে, দেয় না কেউ। রাজনীতিবাজরা দেশ ও জাতির জন্য কিছু না দিয়েও পাহাড় পরিমান সম্পদের মালিক হয়। নেয়ার এই সংস্কৃতিতে পরীক্ষা না দিয়ে বৃত্তি পাওয়া কি খুব বড় অপরাধ? 

দুবনা, ০১ মার্চ ২০২৩

No comments:

Post a Comment