Friday, February 10, 2023

পড়া

না পড়লে প্রশ্ন করা আর উত্তর পাওয়া দুটোই কঠিন, বিশেষ করে সঠিক প্রশ্ন করা আর সঠিক উত্তর পাওয়া। তবে পড়াটা হতে হবে বিতর্কের মত, অর্থাৎ যা লেখা আছে সেটাকে চরম সত্য না ভেবে মনে মনে তাকে বিশ্লেষণ করতে হবে। এভাবেই জন্ম নেবে নতুন প্রশ্ন। আর প্রশ্ন আগ্রহী করে তুলবে নতুন উত্তর খুঁজতে। শুধু মুখস্ত করে অন্যদের শোনানোর জন্য পড়া আসলে পড়া নয়। যখন আমরা যেকোনো বই এভাবে খোলা মনে পড়তে শিখব, পড়তে পারব - আজকের অনেক সমস্যাই তখন সমস্যা বলে মনে হবে না। মানুষ পড়ে জ্ঞান লাভের জন্য, অজ্ঞানতার আঁধারে ডুব দেবার জন্য নয়। জ্ঞান লাভের মূল শর্ত প্রশ্ন।


দুবনা, ১০ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment