Sunday, December 19, 2021

গণতন্ত্র


গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত স্বনির্ভরতা। যখন কোন দেশ অন্য দেশের উপর অর্থনৈতিক, বিশেষ করে রাজনৈতিক ভাবে নির্ভরশীল হয়, গণতন্ত্রের অন্য সব উপকরণ থাকা সত্ত্বেও তাকে গণতান্ত্রিক দেশ বলা চলে না, কেননা অনেক ক্ষেত্রেই সেই দেশকে বড় ভাইয়ের চাপের কাছে নতি স্বীকার করতে হয়। সেদিক থেকে বিচার করলে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো, যাদের পররাষ্ট্র নীতি সহ অনেক বিষয়ই আমেরিকার সম্মতির উপর নির্ভর করে, কতটুকু গণতান্ত্রিক আর কতটুকু স্বনির্ভর সেটা ভাবার বিষয়। দেশের স্বার্থ অন্যের কাছে জিম্মি রেখে জনগণের রায়কে প্রাধান্য দেয়া যায় না। আবার যে দেশ অন্য দেশের গণতন্ত্রকে নিজের স্বার্থে ভূলুণ্ঠিত করতে দ্বিধা করে না সে দেশই বা কতটুকু গণতান্ত্রিক? সৎ হতে হলে সব বিষয়েই হতে হয়, নির্বাচিত কিছু বিষয়ে সৎ আর অন্য ব্যাপারে অসৎ হলে তাকে কিছুতেই সৎ বলা যায় না। গণতন্ত্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

মস্কো, ২০ ডিসেম্বর ২০২১

No comments:

Post a Comment