অনেক দিন পরে ঘড়ি হাতে দিয়ে ঘুরছি। মোবাইল ফোনের অত্যাচারে প্রায় দেড় যুগ আগে ঘড়িটা যখন বিদায় নিল সেদিন ভাবিনি আবার কখনও ও ফিরে আসবে। তবে ইদানিং স্টেপ, হার্টবিট ইত্যাদির হিসেব রাখতে স্মার্টফোন হিমশিম খাচ্ছিল বলে ওর এসিস্ট্যান্ট হিসেবে স্মার্ট ব্যান্ডের আমদানি। তবে এসবের বাইরেও ও যখন হাঁটার জন্য আমার কানের কাছে চিৎকার করতে থাকে মেজাজ খারাপ হয়ে যায়। এতদিন আমি প্রায়ই ফোন কল মিস করতাম, বিশেষ করে গুলিয়ার। এখন আর সে উপায় নেই। ফোন এলেই হাত ধরে কি যে ঝাকাতে শুরু করে। এক কথায় অনেক গুনের পরেও ও দোষমুক্ত নয়।
দুবনা, ০৪ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment