সময়ের কাজ সময়ে না করলে অনেক ন্যায়ও অন্যায় মনে হয়। কে জানে, যদি সময় মত বিশ্বজিৎ সহ অন্যান্য হত্যার বিচার হত আজ হয়তো আবরার হত্যার বিচার করতে হত না। আবরার হত্যার বিচারে আজ শাস্তি পেল শুধু তারাই যারা সরাসরি এর সাথে জড়িত ছিল। অনেকেই ভাবছে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য এই চরম শাস্তি দরকার ছিল। কিন্তু সরকার, প্রশাসন, রাজনৈতিক দলগুলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর সমাজ - এরা কি পারবে নিজেদের দায়িত্ব এড়াতে? যদি অন্যরা এ থেকে শিক্ষা না নেয় বা না নিতে পারে - শুধু ছাত্ররা কি পারবে নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনতে?
দুবনা, ০৯ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment