আজকাল ফেসবুকে মানুষের স্ট্যাটাস দেখে ভয় পেয়ে যাই। প্রচুর স্ট্যাটাস যেখানে প্রতিহিংসা, প্রতিশোধ প্রবণতা এত বেশি যে ভয় হয় এই ভেবে যে এরা কোন পৃথিবী রেখে যাবে উত্তরসূরিদের জন্য। এই ঘৃণা, এই প্রতিহিংসা অনেক ক্ষেত্রেই ন্যায়সঙ্গত, কিন্তু সময় মত থামতে না পারলে এই ঘৃণাটাই আমাদের একমাত্র অনুভূতি হয়ে দাঁড়াতে পারে। আজ এই যে সাম্প্রদায়িকতা - এটাও কিন্তু এই ঘৃণা থেকেই। সব কিছুরই একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, আমাদের বিভিন্ন অনুভুতিরও সেই সীমা আছে। সেই সীমানা পার হয়ে গেলে ফেরার পথ থাকে না। এমনকি ন্যায়ের পৃথিবী গড়ার জন্য যখন অন্যায় পদ্ধতি এই সীমানা পেরিয়ে যায়, তখন শত চেষ্টা করেও আর ন্যায় প্রতিষ্ঠা করা যায় না। অন্যদের শাস্তি দাবি করে করে আমরা যেন নিজেদের ঘুম নষ্ট না করি, নিজেদের মনকে বিষিয়ে না তুলি, সেদিকটা খেয়াল করাও অত্যন্ত জরুরি। তা না হলে নিজেরাই একদিন অন্যদের মতই ভারসাম্যহীন একটা প্রাণীতে রূপান্তরিত হব।
No comments:
Post a Comment