Wednesday, December 29, 2021

ভুল


কোন কিছু ভুলে যাওয়ার মোক্ষম উপায় সেটা ভুলে যেতে না চাওয়া। যখনই আমরা কোন কিছু খুব বেশি করে ভুলতে চাই, তখনই সেটাকে ভুলতে ভুলে যাই, মানে তা বার বার মনের জানালায় এসে উঁকি দিয়ে যায়। বিশ্বাস হয় না? আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভুলতে চাই না, কিন্তু প্রয়োজনের সময় তা বেমালুম ভুলে যাই, কিন্তু যা ভুলতে চাই তা দরকারে অদরকারে চোখের সামনে ভেসে উঠে আমাদের অন্ধও করে রাখে।

দুবনা, ২৯ ডিসেম্বর ২০২১


No comments:

Post a Comment