গত কয়েক দিনে আমি গোটা তিনেক মাস্ক হারালাম, কেমনে কেমনে যেন পকেট থেকে বেকসুর খালাস পেয়ে যায়। সেদিন নতুন মাস্ক বের করে পরে দেখি সাইজে ছোট, কানটা এই ছিঁড়ে তো সেই ছিঁড়ে। মেজাজ গেল খেরাপ হয়ে, কেননা একই সাথে গোটা বিশেক মাস্ক কিনেছি, তার যদি এই অবস্থা হয় তাহলে ওদের কী গতি হবে। অনেক কষ্ট করে দিন দুয়েক সেভাবেই ঘুরে বেড়ালাম। তারপর মস্কোয় সকালে মেট্রোতে যখন উঠবো দেখি এই ক'দিন আমি উল্টো করে মাস্ক পরেছি, শাস্তি স্বরূপ এই নরক যন্ত্রণা। মনে মনে ভাবলাম, আমার মধ্য থেকে মাননিক গুণগুলো একেবারে উধাও হয়ে যায়নি। এখনও অনায়াসে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে দ্বিধা বোধ করি না।
দুবনা, ১৮ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment